ওসমানীনগরে যুবকের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১০:৩৫:১৯,অপরাহ্ন ১২ জুন ২০২২
সুরমা নিউজ:
সিলেটের ওসমানীনগরে বসতঘরের তীরের সাথে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। নিহতের নাম প্রান্ত দে (১৭)। সে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গয়নাঘাটস্থ গ্রামের প্রদীপ দে’র ছেলে।
জানা যায়, রোববার বিকাল সাড়ে ৫টায় উপজেলার গোয়ালাবাজারস্থ গয়নাঘাট এলাকায় তার নিজ বসত ঘরের দরজা জানালা বন্ধ করে রান্নাঘরের তীরের সাথে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এসময় বাড়িতে পরিবারের লোকজন ছিলোনা। বিকালে পরিবারের লোকজন বাড়িতে এসে ঘরের দরজা জানালা বন্ধ দেখতে পান। এরপর একটি জানালা ভেঙ্গে তাকে রান্নাঘরের তীরের সাথে ঝুলতে দেখা যায়।
বিষয়টি স্থানীয় পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙ্গে তীর থেকে লাশ নামিয়ে সুরতহাল প্রতিবেদন করে থানায় নিয়ে আসে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা ও অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।
ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ এস এম মাঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।