সিলেটে ইউএসএ ইমিগ্রেশন বিষয়ে সেমিনার
প্রকাশিত হয়েছে : ৯:৫৩:৪১,অপরাহ্ন ১২ জুন ২০২২
সুরমা নিউজ:
সিলেটে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইউএসএ ইমিগ্র্যান্ট ভিসা পেন্ডিং কেস হোল্ডার্স কমিউনিটি ফ্রম বাংলাদেশ’র ৫ম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে ইমিগ্রেশন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১০ জুন,শুক্রবার সকালে সিলেট শহরের একটি হোটেলে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। সিলেট সহ দেশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষ উক্ত অনুষ্টানে অংশগ্রহন করেছেন।
ইমিগ্রেশন সেমিনার এবং আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জি এম এন নেটওয়ার্ক এর কান্ট্রি ডাইরেক্টর জনাব,রাসেল মাহবুব।
‘ইউএসএ ইমিগ্র্যান্ট ভিসা পেন্ডিং কেস হোল্ডার্স কমিউনিটি ফ্রম বাংলাদেশ’র অন্যতম প্রতিষ্ঠাতা মো: মিনহাজ উদ্দিনের
সঞ্চালনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাহিদ হোসেন,তরুন কুমার ধর,মোর্শেদ আহমেদ চৌধুরী, মাহবুব রিজোয়ান,নাজমুল হক,আরাফাত চৌধুরী,মুহি চৌধুরী,মোমিনুল হক ফাহিম তাজুল ইসলাম প্রমুখ।
জি এম এন ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ইমিগ্রেশন বিষয়ক সেমিনারে যুক্তরাষ্ট্রে ফ্যামিলি ইমিগ্রান্ট ভিসা এবং ইবি-৩ ক্যাটাগরি নিয়ে আলোচনা করা হয়।