মহানবী (সঃ) এর অবমাননার প্রতিবাদে ওসমানীনগরে বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ৯:৪৯:৫০,অপরাহ্ন ১২ জুন ২০২২
বিশেষ প্রতিনিধি:
ভারতের সরকার দলীয় নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সঃ) এর শানে বেয়াদবি মুলক মন্তব্যের প্রতিবাদে আজ রবিবার ওসমানীনগরের গোয়ালাবাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ দুপুরে সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে শত শত মানুষের অংশগ্রহণে মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে স্কুল রোডে পথসভার মাধ্যমে সমাপ্তি করা হয়।
মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন মাওলানা কালাম আযাদ, হাফিজ মুহাম্মদ আজাদ আলী, মাওলানা আব্দুল মতিন গজনবীসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্ম্মা মহানবী (সা.) ও তার সহধর্মীনি আয়শা সিদ্দিকাকে (রা.) নিয়ে যে কটুক্তি করেছে তা ক্ষমার অযোগ্য অপরাধ। এজন্য তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করতে হবে। সেই সাথে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মহান সংসদে নিন্দা প্রস্তাবের পাশাপাশি যাতে করে ভবিষ্যতে কেউ মহানবী (সা.) কে অবমাননা করতে না পারে এজন্য আইন প্রণয়নের দাবী জানান। আমাদের মধ্যে রাজনৈতিক মতানৈক্য থাকতে পারে কিন্তু মুসলমান হিসাবে আমরা এক। আমাদের ধর্ম, আমাদের কলিজার টুকরা নবী কে কেউ অশালীন মন্তব্য করলে আমরা ঘরে বসে থকবোনা। বুকের তাজা রক্ত দিয়ে হলেও প্রতিবাদ করবো। মুসলমানদের প্রাণের নবীর শানে বেয়াদবি মুলক মন্তব্য কারীদের কে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং মুদি সরকার প্রকাশ্যে মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ দলে দলে ধর্মপ্রাণ মানুষ শরীক হন।