কুলাউড়ায় দুই স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণচেষ্টা : জনতার হাতে ৩জন আটক
প্রকাশিত হয়েছে : ৮:২৭:২০,অপরাহ্ন ১২ জুন ২০২২
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও এলাকায় বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে দুই ছাত্রীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে গতকাল শনিবার রাতে কুলাউড়া থানায় মামলা হয়েছে। এলাকাবাসী অপহরণের ঘটনায় জড়িত তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছেন। আটককৃত যুবকেরা হচ্ছে, বড়লেখা উপজেলার তোফাজ্জল হক (২৪), শাহিন আহমদ (২৪) ও মো. হোসেন (২৬)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দুই ছাত্রীর বাড়ি কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে। তাদের একজনের বয়স ১২ ও অন্যজনের ১৪ বছর। তারা স্থানীয় একটি মাধ্যমিক স্কুলে পড়ে। গতকাল দুপুরে বিদ্যালয়ে পরীক্ষা শেষে তারা হেঁটে বাড়ি ফিরছিল।
এ সময় আগে থেকে ওত পেতে থাকা তিন যুবক তাদের জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে অপহরণ করে। পরে তারা পাশের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের কাছে জঙ্গলে নিয়ে দুই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ছাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে যুবকেরা তাদের আবারও অটোরিকশায় তুলে সেখান থেকে পালিয়ে যায়।
বিকেলে ছাত্রীদের বাড়ির কাছে গিয়ে গাড়ি থেকে নামানোর সময় তারা জোরে চিৎকার শুরু করে। পরে এলাকার লোকজন ধাওয়া করে ওই তিন যুবককে আটক করে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবকদের থানায় নিয়ে আসে। রাতে এক ছাত্রীর মা বাদী হয়ে তিন যুবককে আসামি করে মামলা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় বলেন, আটক যুবকদের মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।