কমিটি করার ক্ষেত্রে অনুপ্রবেশকারীদের ব্যাপারে সতর্ক থাকবেন- বর্ধিত সভায় মফুর
প্রকাশিত হয়েছে : ৭:৫৪:৪৫,অপরাহ্ন ১২ জুন ২০২২
বালাগঞ্জ প্রতিনিধি:
সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল কারার জন্য এ সভায় সকলের পরামর্শ নেয়া হয়। এবং কাউন্সিলের প্রস্তুত নেয়া হয়।
রবিবার বিকেলে বোয়ালজুরের কালীবাড়ি বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুহেল আহমদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি বক্তৃতা করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বালাগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সমন্বয়ক এডভোকেট রঞ্জিত সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তৃতা করেন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মোস্তাকুর রহমান মফুর, সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউপি চেয়ারম্যান আনহার মিয়া, সহসভাপতি ডাঃ কাজল লস্কর, সহসভাপতি আজিজুর রহমান লকুছ, যুগ্মসম্পাদক রফিকুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান পংকি, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুল হক মিনহাজ, ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, সদস্য শাহ আলম সজীব সহ নেতৃবৃন্দ।