বোনের ইজ্জত বাঁচাতে ‘বুক পেতে দিলেন’ ভাই
প্রকাশিত হয়েছে : ২:৫৮:১৯,অপরাহ্ন ১২ জুন ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
কথায় আছে ‘ভাই বড় ধন, রক্তের বাঁধন’। ভাই বোনের সম্পর্ক চির সুন্দর, চির নবীন। বোনের ইজ্জত সম্মানের হানি হলে ভাইয়ের যেমন কষ্ট হয়, মেনে নেওয়া কঠিন। তেমনি ভাইয়ের দু:খ কষ্টেও হৃদয় কাঁদে বোনের।
জানা গেছে, বখাটেদের হাত থেকে বোনের ইজ্জত বাঁচাতে ‘বুক পেতে দিলেন’ এক ভাই। ফিল্মি স্টাইলে নাফিসা আক্তার নামের এক তরুণীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে স্থানীয় বখাটেরা। এ সময় বোনকে রক্ষায় এগিয়ে আসেন ওই তরুণীর ভাই আব্দুল মোনাফ। বখাটেদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে বোনকে রক্ষা করতে পারলেও বেধড়ক মারধরের শিকার হয়েছেন মোনাফ।
কক্সবাজারের সদর উপজেলার খুরুশকুল ইউপির আশ্রয়ন প্রকল্প সংলগ্ন মনুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বোনের ইজ্জত রক্ষা ভাইয়ের প্রাণপণ চেষ্টা এবং বেধড়ক মার খাওয়ার ভিডিওটা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।