পঞ্চম শ্রেণি পাশ না করেই তিনি অভিজ্ঞ ডেন্টিস্ট, চিকিৎসাকেন্দ্র বন্ধ
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২২, ১১:১৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
পঞ্চম শ্রেণি পাশ না করেই সেই অভিজ্ঞ ডেন্টিস্টের অনুমোদনহীন ডেন্টাল কেয়ার অবশেষে বন্ধ করে দিয়েছেন প্রশাসন। সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাটে থাকা অভিজ্ঞ ডেন্টিস্ট (ডাক্তার) পরিচয়ধারী দন্ত চিকিৎসকের নাম আবদুল হান্নান।
শুক্রবার সন্ধ্যায় বাদাঘাট কলেজ রোডে স্কুল মার্কেটে টিনশেড দোকানে থাকা অনুমোদনহীন ডেন্টাল কেয়ারটি বন্ধ করে পুলিশ।
অভিযোগ রয়েছে, বাংলাদেশ ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রেশন কিংবা কোনো অনুমোদন ছাড়াই উপজেলার বাদাঘাট কলেজ রোডে আবদুল হান্নান একাধিক ভুয়া ডিগ্রি জাহির করে দন্ত চিকিৎসার পাশাপাশি নির্বিঘ্নে চালাচ্ছিলেন অনুমোদনহীন ডেন্টাল কেয়ার।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান ডেন্টাল কেয়ারটি বন্ধের সত্যতা নিশ্চিত করেন।