ওসমানীনগরের রাজনীতিতে নির্বাচনী হাওয়া
প্রকাশিত হয়েছে : ১১:০১:৪৬,অপরাহ্ন ১১ জুন ২০২২
জয়নাল আবেদীন:
উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সিলেটের ওসমানীনগরের রাজনীতিতে লেগেছে নির্বাচনী হাওয়া। একাধিক রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এ নির্বাচনে অংশ গ্রহণের আশা ব্যক্ত করে বিভিন্ন ধরনের হোমওয়ার্ক প্রচার প্রচারণা অব্যাহত রেখেছেন। উপজেলাবাসী আসন্ন নির্বাচনে কাকে চেয়ার্যমান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবেন তা এখন দেখার বিষয়।
সিলেটের ওসমানীনগরে এবারের উপজেলা চেয়ারম্যান নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর তালিকায় যারা রয়েছেন, তাদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, জেলা আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী জগলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ আহমদ আম্বিয়া, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ ভিপি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল প্রমুখ। উপজেলা রাজনীতির শক্ত অবস্থানে থাকা বিএনপি ও জাতীয় পার্টির কারও নাম এখনো সম্ভাব্য প্রার্থীর নামের তালিকায় না আসায় অনেকেই চিন্তায় আছেন।
এদিকে আওয়ামী লীগের একাধিক নেতা উপজেলা চেয়ারম্যান নির্বাচনে অংশ নিতে আগ্রহ ব্যক্ত করায় সমর্থকরা কিছুটা দ্বিধাগ্রস্ত। একাধিক প্রার্থীর মধ্য থেকে তারা ‘খাঁটি নেতা’ খুঁজতে ব্যস্ত। তবে প্রার্থী যেই হোক জয় আওয়ামী লীগের ঘরে আসবে এমন বিশ্বাস নেতাকর্মীদের। উপজেলা নির্বাচনকে ঘিরে এলাকায় প্রার্থীদের তৎপরতাও লক্ষণীয়। বিয়ে, মতবিনিময়সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তারা প্রায়ই নিজেদের সরব উপস্থিতি প্রমাণে ব্যস্ত।
কেউ কেউ প্রার্থী হওয়ার ব্যাপারে দলের কেন্দ্রীয় সমর্থন পেতে লবিং তৎপরতা শুরু করেছেন। তবে পুরো শক্তি নিয়ে যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে তবে তা শক্তিধর আওয়ামী লীগকে বেকায়দায় ফেলতে পারে বলে অনেকেই মনে করেন।
এদিকে গত সোমবার নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল ২৮শে জুন, যাচাই-বাছাই ৩০শে জুন, প্রার্থিতা প্রত্যাহার ৭ই জুলাই, ভোটগ্রহণ ২৭শে জুলাই। ওসমানীনগর উপজেলায় ইভিএম’র মাধ্যমে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। উল্লেখ্য, গত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকার কাণ্ডারি হন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান অন্যদিকে দলের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচন করেন আখতারুজ্জামান চৌধুরী জগলু। এ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি নেতা ময়নুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতা গয়াছ মিয়া এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেত্রী মুসলিমা চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত হন।