ওসমানীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়তে চান জাহানারা
প্রকাশিত হয়েছে : ১১:৫৮:৩৬,অপরাহ্ন ১০ জুন ২০২২
সুরমা নিউজ:
আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান জাহানারা বেগম। জাহানারা বেগম ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য উপজেলা বিএনপি নেতা মানিক মিয়ার স্ত্রী।
জাহানারা বেগম বলেন, নারী-পুরুষ, বৃদ্ধ, শিশুসহ সবার পাশে ছিলাম। তেমনি ভবিষ্যতেও থাকব। সবার সহযোগিতা পেলে ও কাজ করার সুযোগ পেলে আরও কিছু ভালো কাজ করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, দুর্নীতিমুক্ত, উপজেলা গঠনে অগ্রণী ভূমিকা পালন করার অভি প্রায় ব্যক্ত করেন।
এদিকে, গত সোমবার নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিল ২৮ জুন, যাছাই বাছাই ৩০ জুন,প্রার্থীতা প্রত্যাহার ৭ জুলাই, ভোট গ্রহণ ২৭ জুলাই। ওসমানীনগর উপজেলায় ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
উল্লেখ্য:গত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকার কান্ডারী হন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান অন্য দিকে দলের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে নির্বাচন করেন আখতারুজ্জামান চৌধুরী জগলু।এ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি নেতা ময়নুল হক চৌধুরী,ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতা গয়াছ মিয়া এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেত্রী মুসলিমা চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত হন।