সাংবাদিক রাফির পিতার মৃত্যুতে ওসমানীনগর প্রেসক্লাবের শোক
প্রকাশিত হয়েছে : ৮:১৯:২৪,অপরাহ্ন ১০ জুন ২০২২
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক নূরুল ইসলামের পিতা হাজী মুজেফর আলী(৮৫) আর নেই(ইন্না ল্ল্রিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত বৃহস্পতিবার দিনগত রাত ১টা ৪২ মিনিটে উপজেলার মীরপুর গ্রামের নিজ বাড়ীতে (আলী ভিলা) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা উপজেলার মীরপুর গ্রামে মরহুমের নিজ বাড়ীতে নামাজে জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থালে লাশ দাফন করা হয়।
এদিকে, সাংবাদিক নূরুল ইসলামের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। এক শোক বার্তায় মরহুমের আত্মার মাগপেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোক প্রকাশ করেন, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি উজ্জল ধর, সহ-সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক শিপন আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক কবির আহমদ, কোষাধক্ষ্য আবুল কালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রনিক পাল, দপ্তর সম্পাদক সামসুজ্জামান ফরহাদ, সদস্য এম এফ আলী ফয়েজ, জুবেল আহমদ সেকেল, কয়েছ মিয়া, আনোয়ার হোসেন আনা, সিতু সূত্রধর, জয়নাল আবেদীন।