সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ‘ইসলাম’ বাদ দিচ্ছে তিউনিসিয়া
প্রকাশিত হয়েছে : ১২:২৭:৩০,অপরাহ্ন ১০ জুন ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় ২০১১ সালের বিপ্লবের তিন বছর পর যে সংবিধান গৃহীত হয়েছিল সেটির প্রথম অনুচ্ছেদে বলা হয়েছিল যে, এটি “একটি মুক্ত, স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র যার ধর্ম ইসলাম এবং যার ভাষা আরবি।”
কিন্তু প্রায় এক যুগ পর সে জায়গা থেকে সড়ে আসছে দেশটি। রাষ্ট্রধর্ম হিসেবে ‘ইসলাম’ কে বাদ দেওয়ার পথে হাঁটছে তিউনিসিয়া। লন্ডন ভিত্তিক অনলাইন সংবাদমাধ্যম ‘মিডল ইস্ট আই’ এর এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করা হয়েছে।
তিউনিসিয়ার নতুন সংবিধান লেখার জন্য দেশটির প্রেসিডেন্ট কায়েস সাইয়েদ গত মাসে দায়িত্ব দিয়েছিলেন ৮৩ বছর বয়সী আইন বিশেষজ্ঞ সাদেক বেলাইদকে, যিনি একসময় তাকে পড়াতেন। সাদেক জানিয়েছেন, তিনি জুলাই মাসে প্রেসিডেন্টের কাছে অনুমোদনের জন্য যে খসড়া জমা দেবেন তাতে সংবিধানের ওই প্রথম অনুচ্ছেদ সংশোধন করা থাকবে। কারণ, ৮০ শতাংশ তিউনিসিয়ার নাগরিক চরমপন্থার বিরুদ্ধে এবং তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ধর্মকে ব্যবহারের বিরুদ্ধে।”
নতুন সংবিধানে ইসলাম সম্পর্কে কিছু উল্লেখ করা থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে সাদেক বলেন, “না, তা থাকবে না”। তিনি বলেন, “আমরা রাজনৈতিক উগ্রবাদে ধর্মকে ব্যবহার করতে দেব না। আমাদের রাজনীতিতে কিছু বাজে দল রয়েছে।”