ভারতে মহানবী (সঃ) এর অবমাননা: তালামীযের বিক্ষোভে উত্তাল সিলেটের রাজপথ
প্রকাশিত হয়েছে : ১১:৫২:৪৩,অপরাহ্ন ০৮ জুন ২০২২
ভারতের সরকার দলীয় নুপুর সার্মা কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সঃ) এর শানে বেয়াদবি মুলক মন্তব্যের প্রতিবাদে গতকাল (৮ জুন) বুধবার, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নগরীর সোবহানীঘাট হাজী নওয়াব আলী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের সাবেক সভাপতি মাওলানা নাজমুল হুদা খান,মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, মাসিক পরওয়ানর সম্পাদক মাওলানা রেদ্বওয়ান আহমদ চৌধুরী, মাওলানা ফখরুল ইসলাম, হাফিজ নজির আহমদ হেলাল, মাওলানা আক্তার হুসাইন জাহেদ,মাওলানা মুহিবুর রহমান। মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহর মহাসচিব মাওলানা এ কে এম মনোহর আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা দুলাল আহমদ।
বক্তারা বলেন মুসলমানদের প্রাণের নবীর শানে বেয়াদবি মুলক মন্তব্য কারীদের কে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং মুদি সরকার প্রকাশ্যে মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। এবং বাংলাদেশ সরকার সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ করতে হবে। প্রত্যেক মুসলমান ইমানের দাবীতে ভারতীয় পন্য বয়কট করতে হবে।