ওসমানীনগরের ৬ ইউনিয়নের সকল ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন স্থগিত
প্রকাশিত হয়েছে : ১০:২৬:১৩,অপরাহ্ন ০৮ জুন ২০২২
সুরমা নিউজ:
সিলেটের ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের আওতাধীন উপজেলার ৬টি ইউনিয়নের সবকটি ওয়ার্ডের সম্মেলন
স্থগিত করেছে ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ।
ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান ও সাধারন সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, সিলেটের ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের আওতাধীন উপজেলার ৮টি ইউনিয়নের সবকটি ওয়ার্ডের সম্মেলন প্রস্তুতি নিয়েছিলো ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগ। ইতিমধ্যে ২টি ইউনিয়নের সবকটি ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন হয়েছে। এরই মধ্যে হটাৎ করে ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তাই আগামী ২৭ জুলাই নির্বাচনকে সামনে রেখে উপজেলার বাকি ৬ ইউনিয়নের সবকটি ওয়ার্ডের সম্মেলন স্থগিত করা হয়েছে। নির্বাচনের পর পর্যায়ক্রমে আবারো বাকি সবকটি ওয়ার্ডে সম্মেলন অনুষ্ঠিত হবে।