রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাড্স এর (২০২২-২৩) রোটাবর্ষের সভাপতি ও সচিব নির্বাচিত
প্রকাশিত হয়েছে : ৮:৪৫:০৪,অপরাহ্ন ০৮ জুন ২০২২
সুরমা নিউজ:
রোটার্যাক্ট ক্লাব অব সিলেট গ্রীন বাডস’র সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৪ জুন) নগরীর জিন্দাবাজারস্থ ম্যাজিশিয়ান রেস্টুরেন্টে ক্লাবের বর্তমান সভাপতি রোটার্যাক্টর মো.জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে এ সাধারণ সভায় (২০২২-২৩) রোটাবর্ষের জন্য সভাপতি পদে রোটার্যাক্টর রুহেল আহমদ এবং সচিব পদে রোটার্যাক্টর এরশাদ মিয়া নির্বাচিত হন।
সভায় আরোও উপস্থিত ছিলেন, সাবেক জেলা সচিব এক্স রো.পিপি মিনহাজুল আবেদিন, এ ডি আর আর (২০২২-২৩) রো.পিপি মো. রাসেল মিয়া, সাবেক সভাপতি রো. মো. লায়েক আহমদ, সদ্য অতীত সভাপতি রো.মো. সুমন আহমদ, সেক্রেটারি রো. বেলাল হোসাইন যুগ্ম সচিব রো.জুয়েল আহমদ,চিফ সার্জেন্ট এট আর্মস রো.সলিল সরকার সহ ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্য রো.ছালেক আহমদ সাজু ,রো. আহমদ হাসান মাহফুজ রো.মাসুদ আহমদ,রো. নাহিদ মিয়া, রো. শায়েক আহমদ, রো.জুনেদ মিয়া,রাব্বি আলম।
সভা শেষে নির্বাচিত সভাপতি এবং সচিবকে সবাই অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং তাদের আগামী রোটাবর্ষের জন্য শুভকামনা জানান।