ওসমানীনগর উপজেলা নির্বাচন: দেশে আসছেন নৌকার মনোনয়ন প্রত্যাশী জাবেদ আহমদ আম্বিয়া
প্রকাশিত হয়েছে : ১:১২:৫৪,অপরাহ্ন ০৮ জুন ২০২২
সুরমা নিউজ:
যুক্তরাজ্য সফর শেষে দেশে আসছেন আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোয়ন প্রত্যাশী ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগ এর প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস জাবেদ আহমদ আম্বিয়া। আগমনের খবর পেয়ে নেতাকর্মীদের মধ্যে প্রানচঞ্চল দেখা দিয়েছে।
আগামী ১৬ জুন সকাল সাড়ে ৯ টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এ সময় নেতাকর্মীরা মটর শোভা যাত্রা ও আনন্দ র্যালী করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানীর স্মৃতিবিজড়িত প্রবাসী অধ্যুষিত ওসমানীনগর উপজেলা নির্বাচন আগামী ২৭ জুলাই।
সোমবার নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনু্যায়ী মনোনয়ন পত্র দাখিল ২৮ জুন, যাছাই বাছাই ৩০ জুন, প্রার্থীতা প্রত্যাহার ৭ জুলাই, ভোট গ্রহণ ২৭ জুলাই। তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ জুন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই ৩০ জুন। প্রার্থীতা প্রত্যাহারের দিন ৭ জুলাই এবং ২৭ জুলাই সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
ওসমানীনগরে রিটানিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার।
উপজেলায় ইভিএম-এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।