টিকটক ভিডিও করায় বিশ্বনাথ কলেজের ৪ শিক্ষার্থী বহিষ্কার
প্রকাশিত হয়েছে : ৮:৪২:১৩,অপরাহ্ন ০৬ জুন ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের বিশ্বনাথ সরকারি কলেজে নিষিদ্ধ করার পরও কলেজ ক্যাম্পাসে বারবার টিকটক ভিডিও ধারণ করার অপরাধে এ পর্যন্ত একাদশ শ্রেণির চার শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ কর্তৃপক্ষ।
রোববার (৫ জুন) কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত পত্রে এক শিক্ষার্থীকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়। এর আগে আরও তিনজনকে একই অপরাধে বহিষ্কার করা হয়।আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মানিক মিয়া।
কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বনাথ সরকারি কলেজ ক্যাম্পাসে টিকটক ভিডিওসহ যেকোনো ধরনের ভিডিও ধারণ ২০২১ সালের সেপ্টেম্বর থেকে নিষিদ্ধ করা হয়েছে। এমনকি কলেজের বিভিন্ন স্থানে এখনো সতর্কীকরণ নোটিশ টাঙানো আছে। এরপরও একাদশ শ্রেণির শিক্ষার্থী মো. ইব্রাহিম কলেজ ক্যাম্পাসে বারবার টিকটক ভিডিও ধারণ করেছে। এ অপরাধে তাকে কলেজ থেকে বহিষ্কার করা হয়। এর আগে ৩০ মে কলেজে পরীক্ষার হলে টিকটক ভিডিও ধারণ করার অভিযোগে আরও তিন ছাত্রকে বহিষ্কার করে কলেজ কর্তৃপক্ষ। তারা হলেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাকের হাসান, মো. রায়হান আহমদ ও ইফতি আজাদ মিছবাহ।
বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মানিক মিয়া বলেন, কলেজ ক্যাম্পাসে টিকটক ভিডিও করা নিষিদ্ধ। এ নিয়ে আমরা তাদের আগে থেকে কাউন্সেলিং করে আসছি। এমনকি নোটিশও প্রদান করেছি। ক্যাম্পাসের নোটিশ বোর্ড ও দেয়ালেও এ নিয়ে বিজ্ঞপ্তি সাঁটানো আছে। তারপরও ছাত্ররা কর্ণপাত না করায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।তিনি আরও বলেন, আগামী ৮ জুন ইউএনও মহোদয়ের সঙ্গে কলেজের সার্বিক বিষয়ে একটি মিটিং আছে। তখন এই বিষয়গুলো তাকে জানাব।