নবীগঞ্জে রেজা কিবরিয়াকে অবাঞ্ছিত ঘোষণা
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২২, ৩:০০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
হবিগঞ্জের নবীগঞ্জে গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শনিবার নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, ড. রেজা কিবরিয়া রক্তের সঙ্গে বেঈমানি করেছেন। বিএনপির এজেন্ট হিসেবে কাজ করছেন। তাকে নবীগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।
বক্তারা বলেন, একাত্তরের পরাজিত শত্রুরা জননেত্রী শেখ হাসিনার আকাশচুম্বী জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। যা শিষ্টাচার ও রাষ্ট্রদ্রোহিতার শামিল।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, ডা. নাজরা চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দীক, আলহাজ সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান কাজল প্রমুখ।
সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার ছেলে বাংলাদেশ গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়ার গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলায়। তিনি গত জাতীয় সংসদ নির্বাচনে নবীগঞ্জ-বাহুবল থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন।