প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মিশিগানে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ২:১৮:১১,অপরাহ্ন ০৬ জুন ২০২২
যুক্তরাষ্ট্র (মিশিগান) প্রতিনিধি :
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি, হত্যার হুমকি ও সারাদেশে বিএনপির নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মিশিগানে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৫ জুন) সন্ধ্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে দেশের ন্যায় মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামেক শহরে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সম্পন্ন হয়।
হ্যামট্রামেক সিটির প্রধান সড়কে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হন। পরবর্তীতে স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উন্নয়ন দেখে বিএনপি-জামাতের হিংসা হয়। এসকল স্বাধীনতা বিরোধী শক্তি আবারও কিছু করার পাঁয়তারা করছে। তবে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়ে এসকল অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রতিবাদ সভায় মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খান মাখন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্চালনায় মোহাম্মদ মুতালিব’র সঞ্চালনায় ভিডিও কনফারেন্স বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মিশিগান মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আজাদ খান, সহ-সভাপতি সালেহ আহমদ বাদল, সহ-সভাপতি আব্দুল মালিক, দপ্তর সম্পাদক এডভোকেট নুরুল হাসান পারভেজ, সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, সাংস্কৃতিক সম্পাদক আমিরুল ইসলাম খচ্ছরু, মানবাধিকার সম্পাদক মোহাম্মদ এনামুল হক, প্রচার সম্পাদক শুয়েব খান, সদস্য হারুন আলী, মোহাম্মদ তাহের উদ্দিন লুৎফুর, সাজন চৌধুরী, মোহাম্মদ জুবায়ের আহমদ, শামসুল হুদা পাশা, শেখ সেবুল আহমদ, মারুফ খান, ইয়ান উদ্দিন, মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মোহাম্মদ আজিজ সুমন, মিশিগান স্টেট যুবলীগের সাধারন সম্পাদক শেখ বদরুদোজা জুনেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী, সম্পাদক মন্ডলীর সদস্য আনোয়ার হোসেন, কাজী নায়িম, মিশিগান স্টেট স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোহাম্মদ ইজাজুল হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হামিদ খান, মিশিগান স্টেট ছাত্রলীগ নেতা জিসান আহমদসহ প্রমুখ।