বিশ্বনাথে আ’লীগ নেতার হাতে আ’লীগ নেতা খুন, প্রধান আসামী গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২২, ৭:২০ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সিলেটের বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় নিহত আওয়ামী লীগ নেতা শেখ গয়াছ মিয়া (৫৫) খুনের মামলার প্রধান আসামী মাসুক মিয়া (৫০) কে গ্রেপ্তার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। তিনি উপজেলার দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
নিহত গয়াছ মিয়া উপজেলার দশঘর ইউনিয়নের বরুণী গ্রামের শেখ ইছকন্দর আলীর ছেলে ও ইউনিয়ন আ’লীগের সহপ্রচার সম্পাদক। গ্রেপ্তার মাসুক মিয়া একই ইউনিয়নের বরুণী গ্রামের মৃত জমির আলী ছেলে।
মাসুক মিয়াকে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পার্শ্ববর্তী উপজেলা জগন্নাথপুর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত (২৮ মে) রাতে পীরের বাজার থেকে বরুণী গ্রামের নিজ বাড়িতে ফেরার পথে মাসুক মিয়ার বাড়ির সামনে হামলার শিকার হন শেখ গয়াছ মিয়া। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন স্বজনরা। দীর্ঘ প্রায় ৭দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর শুক্রবার সকালে মারা যান তিনি।
পরে হামলার ঘটনায় বৃহস্পতিবার ২০জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন নিহতের ছেলে মাজেদ আহমদ (২৩)। এতে প্রধান আসামী করা হয় মাসুক মিয়াকে। শুক্রবার সন্ধ্যা ৭টায় গয়াছ মিয়ার দাফন শেষ করার ৪ ঘন্টার ভেতের মাসুক মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি।
এখন ওই মামলাটি হত্যা মামলায় রুপান্তরিত করা হবে বলে জানান তদন্তকারি কর্মকর্তা ওসি তদন্ত জাহিদুল ইসলাম।