সিলেটের রাজপথে আওয়ামী লীগের দাপট
প্রকাশিত হয়েছে : ৭:১৩:২৯,অপরাহ্ন ০৪ জুন ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার দুপুর ১২টায় ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন পয়েন্ট ঘুরে কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা আওয়ামী লীগের মিছিল ও সমাবেশ শেষে দুপুর ২টায় একই স্থান থেকে মিছিল শুরু করে সিলেট মহানগর আওয়ামী লীগ। তারাও মিছিল শেষে সমাবেশে মিলিত হন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে।
এর আগে বৈরী আবহাওয়া উপেক্ষা করে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে মিছিল করে ঐতিহাসিক রেজিস্টারি মাঠে একত্রিত হন।
বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন, শেখ হাসিনা মানেই বাংলাদেশ। সেই নেত্রীকে নিয়ে যখন কেউ কটূক্তি করে সেটা মেনে নেয়া যায় না। আমরা আজ সিলেট আওয়ামী পরিবার ঐক্যবদ্ধ প্রতিবাদ করেছি। কোনভাবেই কাউকে আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যকলাপ করতে দেয়া হবে না। কেউ এরকম কিছু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইলে আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করবে।
তারা আরও বলেন, ৩০ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। আজও বাংলার মাটিতে স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মাদের আস্ফালন দেখা যাচ্ছে। তাদের এই আস্ফালনে আমরা ভীত নই। তাদের এই দুঃসাহসের জবাব রাজপথেই দেয়া হবে ইনশাআল্লাহ।
এদিকে, বিক্ষোভ মিছিলে কয়েক শতাধিক নেতাকর্মী নিয়ে যোগ দেয় সিলেট জেলা ছাত্রলীগ। এতে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ নেতৃত্ব দেন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা- ‘৭১ এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। শেখ হাসিনা ভয় নাই-আমরা আছি লক্ষ ভাই। আমরাই আছি আমরা থাকবো।’ এরকম বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।