সাদীপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২:৪৬:৩৫,অপরাহ্ন ০৪ জুন ২০২২
সুরমা নিউজ:
আজ ০৩/০৬/২০২২ ইংরেজি রোজ শুক্রবার সাদীপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি এলাইস মিয়ার বাড়িতে ওসমানীনগর উপজেলার আওতাধীন ২ নং সাদীপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের তথ্য-উপাত্ত ফরম বিতরণ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ওসমানীনগর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলীর সভাপতিত্বে এবং মাসুদুর রহমান মাসুদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেম্বার মাজহারুল ইসলাম মানিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাদীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর ফয়েজ,উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাদীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন মেম্বার,উপজেলা বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও সাদীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরুল চৌধুরী,বক্তব্য রাখেন, বিএনপি নেতা ছালিক মিয়া,রেজন আহমদ, বজলুর রশিদ, তেরা মিয়া,উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক লয়লুস মিয়া, সুহিনুল হক আক্তার,আতিকুল আলম,লিমন মাহমুদ রাসেল, সুহেল আহমদ রাহুল, সুহেব আলম,রেজাউল করিম।উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এমদাদ আহমদ।
সভায় বক্তারা বলেন সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী কর্তৃক বেগম খালেদা জিয়াকে কটুক্তির প্রতিবাদে সারা দেশে ছাত্রদল সহ বিএনপির প্রতিবাদ মিছিল ও সভা গুলোতে আওয়ামীলীগ ও ছাত্রলীগের হামলা প্রমান করে যে এই ফ্যাসিবাদী সরকার আজ জনগণের আস্থা হারিয়ে দেউলিয়া হয়ে গেছে। তাই তারা বিরোধী দলের আজ ভয় পাচ্ছে। তারই ধারাবাহিকতায় টিপাইমুখ বিরোধী আন্দোলনের নায়ক এম.ইলিয়াস আলীকে গুম করে রেখেছে। উপস্থিত বক্তারা বলেন এই দেশে গনতন্ত্র ফিরিয়ে আনতে এবং এম.ইলিয়াস আলীর সন্ধানের জন্য আন্দোলনের বিকল্প নেই। সুতরাং আগামী দিনে বৃহত্তর আন্দোলনের জন্য সকল পর্যায়ের নেতা কর্মীকে ঐক্যবদ্ধ দলের সকল কর্মসূচিতে শরিক হওয়ার আহ্বান জানান। উল্লেখ্য সভায় সাদীপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের কমিটি গঠনের লক্ষ্যে নেতাকর্মীদের মাঝে তথ্য-উপাত্ত ফরম বিতরণ কর হয় এবং আগামী ১৫ জুনের মধ্যে ফরম পূরণ করে উপজেলা কমিটির নেতৃবৃন্দের কাছে জমা দেওয়ার নির্দেশ প্রধান কর হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য রেজাউল ইসলাম, ফরিদ আহমদ, জালাল উদ্দিন সামি, এমাদুল হক, কাজী শওকত, আংগুর আলী, তোফায়েল আহমদ,হুমায়ুন কবির,শামীম আহমদ,শামসুল ইসলাম, মিজানুর রহমান, মাসুম আহমদ, আব্দুস সালাম,সাজু মিয়া,মিসবাউল কাদির ফাহিম, জয়নাল আহমদ, মামুন মিয়া, আবদুল মন্নান,হোসাইন আহমদ জাকির, সায়েদ মিয়া,হাবিবুর রহমান, সাদীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুলহাস আহমেদ, প্রমুখ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য জালাল উদ্দীন (সাবেক মেম্বার)।