বিশেষ কায়দায় ১১৬০ গ্রাম সোনা এনে সিলেটে ধরা খেলেন ময়নুল
প্রকাশিত হয়েছে : ৩:৩৬:২৬,অপরাহ্ন ০৩ জুন ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ১৬০ গ্রাম ওজনের সোনার পাত উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সোনার পাতসহ ওই যাত্রীকে আটক করা হয়। আটক ময়নুল ইসলাম সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট বাজার এলাকার ফয়জুর রহমানের ছেলে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার আল আমিন জানান, সকালে আবুধাবি থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন ময়নুল ইসলাম। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পাড়ি দেওয়ার সময় তার কাছে স্বর্ণ আছে কি না জানতে চাইলে অস্বীকার করেন। পরে তার ব্যাগ তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় আনা এক কেজি ১৬০ গ্রাম সোনার পাত উদ্ধার করা হয়। অ্যালুমিনিয়ামের রঙ করা পাতগুলো ঘষতেই ভেতরের স্বর্ণ বেরিয়ে আসে। এরপর মইনুলকে স্বর্ণসহ আটক করা হয়। উদ্ধার করা সোনার বাজারমূল্য কোটি টাকার বেশি।
এর আগে ২৭ মে নেবুলাইজার মেশিনে লুকিয়ে আনা ১১টি সোনার বার উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। তিনিও এক কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণ নিয়ে এসেছিলেন।