কমলগঞ্জে বাবাকে হত্যাকারী সেই ছেলে গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৭:২৪:৩৩,অপরাহ্ন ০২ জুন ২০২২
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কমলগঞ্জে বাবাকে হত্যাকারী ছেলেকে সীমান্ত এলাকা ডাবলছড়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকান্ডের ৭২ ঘন্টার পর বুধবার সন্ধ্যা ৬টায় শমসেরনগর সীমান্তবর্তী ডাবলছড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জহিরুল কমলগঞ্জের আদমপুর গ্রামের মৃত গফুর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবার হত্যাকারী ডাবলছড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাবার সময় বাগানের বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ হত্যার ঘটনায় হত্যাকারীর বড় বোন মরিয়ম বেগম বাদী হয়ে ঘটনার পরেদিন তার বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান বলেন, ঘটনার পর থেকে পুলিশ বিভিন্ন জায়াগায় অভিযান চালিয়ে ডাবলছড়া সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার রাত সাড়ে ১২টায় আদমপুর এলাকায় মাদকাসক্ত ছেলে জহিরুলের শাবলের আঘাতে বাবা গফুর মিয়া (৫৫) ও মাকে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে বাবা গফুর মিয়ার মৃত্যু হয়। ঘটনার পর থেকে ছেলে জহিরুল পলাতক ছিল।