জুড়ীতে নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রকাশিত হয়েছে : ৭:২১:১৮,অপরাহ্ন ০২ জুন ২০২২
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের জুড়ী নদীর তীরে অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী।
জানা যায়, গত বছর জুড়ী নদী দখলমুক্ত করার পর কামিনীগঞ্জবাজার ও ভবানীগঞ্জবাজারের সংযোগ ব্রীজের দুইপাশের নিচের অংশ দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয় দোকানপাট। একপাশের অংশ কামিনীগঞ্জবাজার প্রান্তে মেঝ পাকা করে টিনশেডের দোকান গড়ে তুলে স্যানিটারী ও স্টিলের মালামাল বিক্রির ব্যবসা করছিলেন আবুল খায়ের। সে দক্ষিণ জাঙ্গিরাই গ্রামের আব্দুল হামিদের ছেলে।
এছাড়াও এ ব্রীজের অপর অংশ ভবানীগঞ্জবার প্রান্তে নদীর জায়গা দখল করে দোকান নির্মাণ করেন খালেদ শিকদার ও আসুক আহমদ নামে দুই ব্যক্তি। এতে নদী দখলের পাশাপাশি বাজারের পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড (পাউবি) যৌথভাবে অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারীর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজারের সহকারী প্রকৌশলী মো. আল আমিন, জুড়ী থানার এসআই অনিক রঞ্জন দাসসহ পুলিশের একটি দল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী বলেন, নদীর গতিপথ রোধ করে অবৈধ ভাবে নদী দখল করে অবৈধভাবে স্থাপনা তৈরি করায় তা উচ্ছেদ করা হয়েছে।