ওসমানীনগরে শ্রেষ্ঠ অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ
প্রকাশিত হয়েছে : ১১:৩০:৫৮,অপরাহ্ন ০১ জুন ২০২২
ওসমানীনগর প্রতিনিধি:
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে উপজেলা পর্যায়ে ওসমানীনগররের গোয়ালাবাজার সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ উপজেলা পর্যায়ে (কলেজ) শ্রেষ্ঠ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন।
জানা যায়, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে বিচারকগণ শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত করতে বিভিন্ন তথ্য উপাত্ত যাচাই বাচাই করেন। যাচাইয়ের পর ওসমানীনগর উপজেলার কলেজ পর্যায়ে গোয়ালা বাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদকে শ্রেষ্ঠ কলেজ অধ্যক্ষ হিসেবে নির্বাচিত করেন। অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ এর আগেও একবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন।