সুনামগঞ্জে ব্রিজের নিচে বিদ্যুতের তারে জড়িয়ে মাঝি নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২২, ১১:৫১ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের মদনপুর বেইলি ব্রিজের নিচে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে মোবারক আলী (২০) নামে নৌকার মাঝি নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মোবারক আলী জামালগঞ্জ সদর ইউনিয়নের চানপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া আহত আকবর আলীর বাড়িও একই গ্রামে।
পুলিশ সূত্র জানায়, জামালগঞ্জ থেকে গরুভর্তি একটি নৌকা নিয়ে দুপুরের দিকে শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া বাজারে যাওয়ার পথে দিরাই সড়কের মদনপুর বেইলি ব্রিজের নিচে ঝুলে থাকা বিদ্যুতের তার লক্ষ্য না করে পারাপারের সময় তারে জড়িয়ে নৌকার মাঝি মোবারক আলী পানিতে পড়ে নিখোঁজ হন। এ সময় তার সঙ্গী আকবর আলী আহত হন। নিখোঁজ মাঝির সন্ধানে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি দল অভিযান চালাচ্ছে।
সুনামগঞ্জ সদর থানার ওসি ইফতিখার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ মাঝিকে উদ্ধারে অভিযান তৎপরতা চালাচ্ছে।