জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২২, ১১:৪৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
সুনামগঞ্জের জগন্নাথপুরে কয়েস মিয়া (২০) নামের এক তরুণ যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কয়েস ওই গ্রামের রহমত উল্লার ছেলে।
পুলিশ ও পরিবার জানায়, সকালে হাওর থেকে মাছ ধরে বাড়ি এসে নাস্তা করে নিজ কক্ষে বিশ্রামের জন্য চলে যায় কয়েস। বেলা ১১টার দিকে পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে বন্ধ দরজা ভেঙে দেখতে পান কয়েস গলায় উড়না পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়ে ঝুলন্ত।পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার পরিদর্শক (ওসি তদন্ত) সুশংকর পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তে জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে মৃত্যু কারণ জানা যায়নি।