৬ সন্তানকে কূপে ছুড়ে ফেললেন এক মা
প্রকাশিত হয়েছে : ১১:৩৩:০৪,অপরাহ্ন ৩১ মে ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
একে একে ছয় সন্তানকে কূপে ফেলে দিয়ে রুনা চিকুরি সাহনি (৩০) নামের এক নারী নিজে তাতে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেছেন। কিন্তু তার আগেই কেউ একজন দেখে ফেলে তাকে রক্ষা করেন। ততক্ষণে তার ১৮ মাস বয়সী থেকে শুরু করে ১০ বছর বয়সী সব সন্তান কূপের পানিতে ডুবে যায়। লোকজন তাদেরকে উদ্ধার করার আগেই তাদের প্রাণপ্রদীপ নিভে যায়। ভারতের মহারাষ্ট্রের রাইগড় এলাকায় সোমবার এ ঘটনা ঘটে।
পুলিশের সিনিয়র কর্মকর্তা অশোক দুধে বলেছেন, ওই নারীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। মুম্বই থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে মাহাদ গ্রামে এই ভয়াবহ ঘটনায় সবাইকে শোকাহত করেছে। অভিযোগ আছে, রুনা চিকুরি সাহনির স্বামী মদ্যপ অবস্থায় তার সঙ্গে উত্তেজনাপূর্ণ আচরণ করেন। তাদের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়।
এর ফলেই বীতশ্রদ্ধ হয়ে রুনা ওই কাজ করেন। তাদের আসল বাড়ি উত্তর প্রদেশে। ভাল কাজ পাওয়ার আশায় তারা গিয়েছেন মহারাষ্ট্রে।