“ইউনানী মেডিসিনে গবেষণা পদ্ধতি” শীর্ষক বিশেষ হাইব্রিড সেমিনার অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৯:৪৮:০৫,অপরাহ্ন ৩০ মে ২০২২
সুরমা নিউজ:
“ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশ” কর্তৃক ঢাকার নিমতলীস্থ এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ অডিটোরিয়ামে “ইউনানী মেডিসিনে গবেষণা পদ্ধতি” শীর্ষক এক বিশেষ হাইব্রিড সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮মে) সকাল ১০টায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত সেমিনারে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত হতে বিশিষ্ট ইউনানী ব্যক্তিবর্গ সশরীরে এবং বহির্বিশ্ব হতে ইউনানী স্কলারগণ অনলাইনে সংযুক্ত হন।
বিশ্বব্যাপী ইউনানী চিকিৎসা পদ্ধতির প্রচার ও বিকাশের জন্য ২০১২ সালে ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন নামে একটি সংস্থা গঠিত হয়েছিল।
আমরা গর্বিত যে বাংলাদেশ ২০২১ সালে সেই সংস্থার অংশ হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশের মাননীয় প্রধান পৃষ্ঠপোষক, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশের চীফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইউনানী মেডিকেল অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি ড. হাকীম ইউসুফ হারুন ভূঁইয়া।
গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ভারত সরকারের আয়ুস মন্ত্রনালয় কর্তৃক বাংলাদেশে নিযুক্ত ইউনানী চেয়ার অধ্যাপক মুনাওয়ার হোসেন কাজমি, ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশনের মাননীয় কেন্দ্রীয় সভাপতি, হাকীম মহসিন দেহলভী।
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশনের মাননীয় কারিগরি উপদেষ্টা এবং ভারতের সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানী মেডিসিন এর ডেপুটি ডিরেক্টর ডাঃ ইউনুস ইফতেখার মুন্সি, দক্ষিণ আফ্রিকার ইবনে সিনা ইনস্টিটিউট অফ তিবের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশনের ট্রাস্টি প্রফেসর রশিদ ভিখা, যুক্তরাজ্যের কলেজ অফ মেডিসিন অ্যান্ড হিলিং আর্টস এর অধ্যক্ষ এবং ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশনের ট্রাস্টি হাকীম সেলিম খান এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত হতে ইউনানী বিশেষজ্ঞ বৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ইউনানী মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ শারিক হাসান খান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ইউনানী মেডিসিন বিশেষজ্ঞ হাকীম ইলহাম উল্লাহ চিশতী, আয়ুর্বেদিক মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ নুরুজ্জামান সরকার মিলন, ইউনানী ও আয়ুর্বেদিক কর্মকর্তা সমিতির সভাপতি ডাঃ আলমগীর হোসেন, বিভিন্ন ইউনানী ও আয়ুর্বেদিক কলেজের মাননীয় অধ্যক্ষ মন্ডলী, শিক্ষকবৃন্দ, বিভিন্ন কলেজের স্বনামধন্য চিকিৎসক, ইউনানী ও আয়ুর্বেদিক শিল্পের সাথে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীবৃন্দ।
ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশ এর মহাসচিব হাকীম মোহাম্মদ রুহুল আমিন এবং ফারজানা ঊর্মি এর সঞ্চালনায় অনুষ্ঠানটি অত্যন্ত প্রাঞ্জলভাবে সমাপ্ত হয়।
স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন এর মহাসচিব, তিব্বিয়া হাবিবিয়া কলেজের প্রভাষক এবং বাংলাদেশ ইউনানী মেডিকেল এসোসিয়েশন এর প্রচার ও প্রকাশনা সচিব হাকীম রুহুল আমিন ।
“সনাতনী চিকিৎসা পদ্ধতি তথা ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। সুতরাং এর সংরক্ষণ এবং উন্নয়নে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর।” ভারতের গুজরাটে অনুষ্ঠিত গ্লোবাল সামিটে মাননীয় প্রধানমন্ত্রীর উক্ত বাণীর প্রতি ইঙ্গিত করে প্রধান অতিথি বলেন, শুদ্ধ ইউনানী চিকিৎসা চর্চার মাধ্যমে গণমানুষের কল্যাণে আমাদেরকে আরও নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশনের মাননীয় সভাপতি, তিব্বিয়া হাবিবিয়া কলেজের সম্মানিত প্রিন্সিপাল এবং বাংলাদেশ ইউনানী মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব প্রফেসর মাহবুবুর রহমান সাকি।
বৈজ্ঞানিক অধিবেশনে গবেষণাপত্র উপস্থাপন করেন প্রখ্যাত ইউনানী স্কলার CCRUM-এর সম্মানিত উপ-পরিচালক এবং ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশনের সম্মানিত কারিগরি উপদেষ্টা ডঃ ইউনিস ইফতেখার মুন্সী, তিব্বিয়া হাবিবিয়া কলেজ ও হাসপাতাল ঢাকার মাননীয় অধ্যক্ষ, বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ড সদস্য এবং ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশন বাংলাদেশ চ্যাপ্টারের সম্মানিত সভাপতি অধ্যাপক এ কে মাহবুবুর রহমান সাকী, সিসিআরইউএম-এর মাননীয় প্রাক্তন পরিচালক এবং বাংলাদেশে ইউনানী সেক্টরের উন্নয়নের জন্য ভারত সরকারের আয়ুষ মন্ত্রক কর্তৃক নিযুক্ত বাংলাদেশে সম্মানিত ইউনানী চেয়ার অধ্যাপক মুনাওয়ার হোসেন কাজমী, যুক্তরাজ্যের কলেজ অফ মেডিসিন অ্যান্ড হিলিং আর্টস এবং ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশনের ট্রাস্টি হাকীম সেলিম খান, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ইবনে সিনা ইনস্টিটিউট অফ তিবের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং ওয়ার্ল্ড ইউনানী ফাউন্ডেশনের ট্রাস্টি প্রফেসর রশিদ এ এইচ ভিখা।