বাংলা প্রেসক্লাব মিশিগান’র নতুন নেতৃত্বে শাহেদুল-কামাল
প্রকাশিত হয়েছে : ৮:১১:৪৭,অপরাহ্ন ৩০ মে ২০২২
যুক্তরাষ্ট্র (মিশিগান) প্রতিনিধি:
যুক্তরাষ্ট্রে বাংলা প্রেসক্লাব মিশিগান’র নতুন কমিটি (২০২২-২০২৩) গঠন করা হয়েছে। আজ রবিবার (২৯ মে) বিকেলে বাংলা টাউন খ্যাত হ্যামট্রামিক শহরের বাংলাদেশ এভিনিউস্থ কাবাব হাউজ মিলনায়তনে সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে কণ্ঠভোটের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি পদে সৈয়দ শাহেদুল হক ও সাধারণ সম্পাদক পদে মোস্তফা কামাল নির্বাচিত হয়েছেন।
এছাড়া কমিটির সহ-সভাপতি পদে আরটিভি যুক্তরাষ্ট্র প্রতিনিধি কামরুজ্জামান হেলাল ও মিশিগান প্রতিদিন সম্পাদক ফারজানা চৌধুরী পাপড়ি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ঢাকা পোস্টের তোফায়েল রেজা সোহেল, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক মানবকন্ঠের সাহেল আহমেদ, কোষাধ্যক্ষ পদে বাংলাদেশ প্রতিদিনের আশিকুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক পদে টিবিএন-২৪ প্রতিনিধি মাহফুজুর রহমান, কার্যকরি কমিটির নির্বাহী সদস্য পদে এনটিভি মিশিগান প্রতিনিধি সেলিম আহমেদ, দৈনিক খোয়াইয়ের সম্পাদক শামীম আহছান, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিম্ময় আচার্য্য, দেওয়ান কাউছার ও জনকন্ঠের রফিকুল হাসান তুহিন নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, মিশিগানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীদের উদ্যোগে গতবছরের ১৫ আগস্ট অস্থায়ী কমিটি গঠনের মাধ্যমে ‘বাংলা প্রেসক্লাব মিশিগান’র যাত্রা শুরু হয়। এ বছরের ১২ মার্চ অস্থায়ী কমিটি বিলুপ্ত করে প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আহবায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি ৯০দিনের মধ্যে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমে কার্যকরী কমিটি গঠনে পদক্ষেপ নেন।