গরমে ষ্টাইল হবে হালকা রংয়ের কাপড়
প্রকাশিত হয়েছে : ৩০ মে ২০২২, ১:০৪ অপরাহ্ণ
বিনোদন প্রতিবেদক:
গরমে আবার স্টাইল?’ ভ্রু কুঁচকে এই প্রশ্ন করার দিন শেষ। শুধু মানুষ না, এই সময়ে প্রকৃতিও থাকে ‘স্টাইল মুডে’। দেশের ফ্যাশন হাউসগুলোয়ও ঈদের আগে থেকে তাই গরমের পোশাক বিক্রি চলছে এখন ও। গরম আর বৃষ্টির কারণে এ দেশের প্রকৃতি এখন নানা রঙে বর্ণিল। গাছে গাছে ফুল। সবুজ পাতা। প্রকৃতির এই রঙের কারণেই আলাদা করে ঝলমলে রঙের পোশাক পরার দরকার পড়ে না। তাই পোশাকের রং কিছুটা হালকাই রাখেন ডিজাইনাররা। ফ্যাশন হাউস ও রেক্স ক্লথ অনলাইন শপের স্বত্বাধিকারী ও রেজওয়ান আহমেদ সঙ্গে কথা বলেও তেমনটা বোঝা গেল। তিনি বলছিলেন, বিষয়টা কিন্তু এমন না যে, গরমে ছেলেদের পোশাকে শুধু সাদা রং চলছে। সব রঙের দেখা মিলবে গরমের পোশাকে। তবে সেখানে গাঢ় রং না নিয়ে সব ধরনের রঙেরই হালকা শেড বেছে নেওয়া হয়। এতে গরমে একধরনের স্বস্তি পাওয়া যায়।
গরমে স্বস্তি দেবে হালকা রঙের শার্ট। গরমের কাপড়ে আয়োজনে মডেল হয়েছেন তাসিনুর,মুকাব্বির।
কাজের প্রয়োজনে বা আয়োজন বুঝে প্রতিদিন পোশাক নির্বাচন করতে হয় আমাদের। তাই ফুলহাতা শার্ট, হাফহাতা শার্ট, পলো শার্ট বা টি-শার্ট সবটাই পরার চল আছে। প্যান্টের ক্ষেত্রেও একই কথা—জিনস, গ্যাবার্ডিন বা পাতলা কাপড়ের খাটো প্যান্ট সবই দেখা যায়। দিনের অনেকটা সময়ই বাসায় বা বাসার কাছাকাছি দূরত্বে তরুণেরা খাটো প্যান্ট পরতে ভালোবাসেন। বন্ধুদের সঙ্গে ‘হ্যাং আউটের’ বেলায়ও খাটো প্যান্টের সঙ্গে অনেকে টি-শার্ট বা পলো শার্ট পরছেন। তবে সব পোশাকেই সুতি কাপড়ের প্রতি নির্ভরতা।
রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সী চেয়ারম্যান এইচ ডি ইমন বলেন ‘গরমে আরামের কথা ভাবলে সুতি কাপড়ের বিকল্প নেই। শার্টের নকশায়ও আছে নতুনত্ব। সব সময়ের জনপ্রিয় চেক শার্ট ছাড়াও নানা ধরনের ছাপা নকশা করা হয়েছে।’
পকেট ছাড়া শার্ট আছে। তবে চলতি ধারার শার্টে থাকছে পকেটের ব্যবহারও। এক ও দুই পকেটের এসব শার্টের কাঁধ, কলার বা হাতার ভাঁজে ছোট ছোট পরিবর্তন চোখে পড়বে। কলারেও আছে ভিন্নতা। অনেক হাউসের শার্টেই উঁচু কলার, ব্যান্ড কলার ইত্যাদি দেখা গেল। এক রঙের পোলো শার্ট ছাড়াও আছে ছাপা নকশার পোলো। ছাপায় আছে ফুল, জ্যামিতিক নকশা, ডটপ্রিন্ট, বলপ্রিন্টসহ নানা ধরনের সুপারহিরোর অবয়ব। ডেনিম শার্টেও নানা ধরনের ওয়াশ করে গরমে পরার উপযোগী করা হয়েছে। জিনসের প্যান্টে ওয়াশ হচ্ছে অনেক ধরনের।
শার্ট বা টি-শার্টে এখন যেসব রং বেশি জনপ্রিয় তার মধ্যে আছে হালকা নীল, সাদা, ঘিয়ে, বাদামি, সবুজাভ, হালকা কমলা, ফিরোজা, নীল, ছাইরং, হালকা গোলাপি ইত্যাদি। গরমে পরার জন্য এসব রঙের ওপরই আস্থা রাখতে পারেন। কারণ গাছের ডালে যখন আগুনঝরা কৃষ্ণচূড়া, গায়ে তখন থাকনা একটু হালকা নীল শার্ট! স্টাইল তো সেখানেই।
কারণ বাইরের কড়া আবহাওয়া শরীরে একধরনের অস্বস্তি দেয়। তা ছাড়া এই সময়ে প্রকৃতিতে এত বেশি রং থাকে যে, নিজেরা কিছুটা কম রং পরলেই চলে। আমি যেমন গরমে টি-শার্ট পরতেই বেশি ভালোবাসি।’
তাই বলে যে অন্য কিছু এই সময়ে পরেন না তেমনটাও না। ঘরের বাইরে সব ধরনের পোশাকই পরেন। রোদে খুব বেশি ঘোরাফেরা করতে হয় না বলেই সব ধরনের পোশাক পরার ‘সাহস’ দেখান। সবচেয়ে বড় কথা আপনি কেমন জায়গায় যাচ্ছেন সেটা বুঝে পোশাক বাছাই করুন।
এজেন্সী: রানওয়ে ম্যানিয়াক মডেল এজেন্সী।
আয়োজন : এইচ ডি ইমন।
ষ্টাইলিং এন্ড ডিরেকশন: এইচ ডি ইমন।
ছবি: এম ডি খোরশেদ আলম।
মেকআপ আর্টিষ্ট: রুমেল আহমেদ।
মডেল: তাসিনুর, কামরুল,মুকাব্বির, আফসান,ফয়েজ,জিহান,শিফাত, মহসিন।
ভেন্যু: কুশিয়ারা কনভেনশন হল।
ফেসবুক পেজ: https://www.facebook.com/Runway.Maniac