হবিগঞ্জে দুই বোন ৩ দিন ধরে নিখোঁজ
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০২২, ১১:৪৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বরমপুর গ্রামের দুই বোন রিমা আক্তার ও রিফা আক্তার তিনদিন ধরে নিখোঁজ। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের না পেয়ে উদ্বেগ- উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। এ ঘটনায় শুক্রবার চুনারুঘাট থানায় জিডি করা হয়েছে।
নিখোঁজ রিমা ও রিফা বরমপুর গ্রামের নুর মিয়ার মেয়ে। রিফা শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, গত ২৪ মে সন্ধ্যায় রিমা ও রিফা পাশের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। এরপর রাত গড়িয়ে দিন হলেও তারা ফেরেনি। তিনদিন ধরে আত্মীয়-স্বজনসহ সব স্থানে খোঁজাখুঁজি করেও মেয়েদের সন্ধান না পেয়ে থানায় জিডি করেছেন নুর মিয়া।
চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ জানান, পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। নিখোঁজদের ভাই বিভিন্ন বিষয় নিয়ে তাদের শাসন করত। হয়তো অভিমান করে তারা বাড়ি থেকে চলে গেছে। তবে তাদের উদ্ধারে পুলিশ সচেষ্ট রয়েছে।