সিলেটে ফাঁকা বাসার জানালা কেটে ১৫ লাখ টাকার মালামাল লুট
প্রকাশিত হয়েছে : ৮:৩০:৩২,অপরাহ্ন ২৬ মে ২০২২
সিলেট নগরীর শাহজালাল উপশহরে এ ব্লকে একটি ফাঁকা বাসার জানালার গ্রিল কেটে স্বর্ণালঙ্কারসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল লুটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপশহরের এ-ব্লকের এ ব্লকের ২ নং রোডের ২ নং বাসায়।
এদিকে, বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে চুরি হওয়া বাসা পরিদর্শন করেছে পুলিশ।
বাসার মালিক ফেরদৌস আহমেদ আরবী জানান, এক সপ্তাহ আগে বাসায় পানি ঢুকে যায়। তারপর পরিবারের সদস্যদের নিয়ে তিনি নগরীর মজুমদারী এলাকায় এক আত্মীয়ের বাসায় চলে যান। তাদের বাসায় কেউ না থাকার সুযোগে বুধবার দিবাগত রাতের কোনো এক সময় বাসার জানালার গ্রিল কেটে নিচতলা ও দ্বিতীয় তলার কয়েকটি কক্ষে ঢুকে ১২ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ অন্তত ১৫ লাখ টাকার জিনিসপত্র নিয়ে যায় চোর। সকালে প্রতিবেশিরা জানালার গ্রিল কাটা দেখে ফেরদৌস আহমেদকে খবর দিলে তিনি বাসায় এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে শাহপরাণ থানা ও উপশহর কেন্দ্রের পুলিশ এসে বাসাটি পরিদর্শন করে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ফেরদৌস আহমেদ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (র.) থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য বলেন, ঘটনাস্থল আমরা পরিদর্শন করেছি। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আমরা চোরদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চালাবো।