মদ খেয়ে বাজারে মাতলামি, জুড়ী যুবলীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৪:১৭:১৭,অপরাহ্ন ২৬ মে ২০২২
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের জুড়ী উপজেলা যুবলীগের সদস্য সিদ্দিকুর রহমান সুমনকে মদ খেয়ে মাতলামি ও পুলিশের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার(২৫ মে) রাতে তাকে গ্রেফতারের করে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে জুড়ী উপজেলার কামিনীগঞ্জ বাজারে মদ খেয়ে মাতলামি শুরু করেন সুমন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। তখন তাদের সঙ্গে অশোভন আচরণ করেন সুমন। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী এ প্রতিবেদককে বলেন, মদ খেয়ে মাতলামি করায় সুমনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠালে আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।