সিলেটে সাংবাদিক মঞ্জু’র উপর হামলাকারীরা অধরা
প্রকাশিত হয়েছে : ১১:৪৫:২১,অপরাহ্ন ২৪ মে ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
সিলেট নগরের চৌহাট্টায় ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় সরকারি আলিয়া মাদ্রাসার ভেতরে হামলার শিকার হন সিলেটের টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের (ইমজা) সভাপতি মঈন উদ্দিন মঞ্জু। এ ঘটনার দুইদিন অতিবাহিত হলেও হামলাকারীরা এখনও অধরা রয়েছে। এ নিয়ে সাংবাদিক মহলে ক্ষোভ দেখা দিয়েছে।
এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, এখনও হামলাকারীদের শনাক্ত করা যায়নি, তবে আমরা শনাক্তের চেষ্টা করছি। ওসি বলেন, গতকাল রাত ৯টা পর্যন্ত হামলার ঘটনায় থানায় কোন মামলা হয়নি।
এদিকে সাংবাদিক মঞ্জুর উপর হামলার ঘটনার পর ছাত্রলীগ ও ছাত্রদল একে অপরকে দোষারূপ করে। তবে ইতোমধ্যে হামলার ঘটনার ভিডিও ফুটেজ দেখে একজনকে শনাক্ত করা হয়েছে। পাশাপাশি হামলাকারী ওই যুবকের রাজনৈতিক পরিচয়ও পাওয়া গেছে।
এ বিষয়টি নিশ্চিত করে ইমজা’র সাধারণ সম্পাদক এনটিভি সিলেট প্রতিনিধি মারুফ আহমদ বলেন, হামলার ঘটনার ভিডিওতে দেখা গেছে পাঞ্জাবি পরা এক যুবক সাংবাদিক মঞ্জুর উপর হামলা চালিয়েছে। ইতোমধ্যে আমরা তার পরিচয় শনাক্ত করেছি। হামলাকারী যুবকের নাম মো. হাবিবুল ইসলাম হাবিব। বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। সে এমসি কলেজ ছাত্রলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের অনুসারী।
তবে এমন অভিযোগ অস্বীকার করে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বলেন, আলিয়া মাদ্রাসার ভেতরে ছাত্রদল অবস্থান নিয়েছিলো। সেখানে আমাদের কেউ ছিলো না। তিনি অভিযোগ করে বলেন, আমাদের মিছিলে পেছন থেকে ছাত্রদল হামলা চালায়। হামলার পর আমরা ঘটনাস্থল থেকে চলে আসি। এরপর শুনতে পাই সাংবাদিক মঞ্জু আহত হয়েছেন।