মিশিগানে শুরু হচ্ছে টেবিল টেনিসের আসর
প্রকাশিত হয়েছে : ৩:৩৮:২৪,অপরাহ্ন ২৪ মে ২০২২
মিশিগান প্রতিনিধি:
যুক্তরাষ্ট্র ও কানাডা প্রবাসী বাংলাদেশি খেলোয়াড়দের অংশগ্রহণে মিশিগানে অনুষ্ঠিত হতে যাচ্ছে নর্থ আমেরিকান প্রবাসী বাংলাদেশি টেবিল টেনিস টুর্নামেন্ট।
আগামী ১১ জুন মিশিগান স্টেটের নোভাই শহরে স্পার্ক এরিনায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে এবারই প্রথম যুক্তরাষ্ট্র ও কানাডার দুটি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন।
টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় সময় রোববার (২৩ মে) বিকেলে মিশিগান রাজ্যের হ্যামট্টামিক শহরের আলাদিন রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন আয়োজকরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মিশিগান রাজ্যে থেকে চারটি, শিকাগো থেকে দুটি, নিউইয়র্ক থেকে একটি এবং কানাডার টরন্টো থেকে পাঁচটি টেনিস ক্লাবসহ মোট ১২টি ক্লাব টুর্নামেন্টে অংশ নেবে। চারটি একক এবং একটি দ্বৈত ম্যাচ অনুষ্ঠিত হবে। একটি ক্লাবে সর্বনিম্ন তিন জন এবং সর্বোচ্চ চার জন খেলোয়াড় থাকবেন।
আয়োজকরা বলেছেন, প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে খেলাধুলায় উৎসাহী করতে এই টুর্নামেন্টের উদ্যোগ নেওয়া হয়েছে।
এতে যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী ১২টি টেনিস ক্লাব অংশ নেবে। ক্লাবের বেশির ভাগ খেলোয়াড়ই বাংলাদেশে থাকতে জাতীয় দলে এবং বিভিন্ন ইউনিভার্সিটি টেনিস ক্লাবে খেলেছেন।
টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছে রিয়েল এস্টেট এজেন্ট জেএস গ্রুপের জাহেদ জিয়া ও তার সহধর্মিণী সালমা রহমান মুমু। সহযোগিতায় থাকছেন রয়েল বেঙ্গল ইন্ডিয়ান কুজিন রেস্টুরেন্টের কর্ণধার ক্রীড়া ব্যক্তিত্ব হাসান খান।
টুর্নামেন্ট পরিচালনার জন্য মারুফ মনওয়ার জয়কে আহ্বায়ক করে ১০ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন— জেনারেল মোটর্সের ইঞ্জিনিয়ারিং ম্যানেজার ফয়সাল সাঈদ, আলমগীর হোসাইন, গোলাম মোস্তফা, ফরিদ চৌধুরী, সালাহউদ্দিন আজিজ, অনন্ত সাইফ, কেএফ পুলক ও সৈয়দ আশরাফ।
সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন মারুফ মনওয়ার জয়, ফয়সাল সাঈদ ও সালাহউদ্দিন আজিজ। এছাড়া সংবাদ সম্মেলনে জাহেদ জিয়া, হাসান খান ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট কাওসার খান উপস্থিত ছিলেন।
নিউইয়র্ক থেকে টাইটান্স ক্লাবের মোকাররম, ইমতিয়াজ, লিমন, ওমর; শিকাগোর আইলো ক্লাবের শামীম ফাগুন, লিটন, জাকারিয়া; একই স্টেটের কেজুয়ালসের সারওয়ার, ইকবাল, তুহিন, আজিজ; মিশিগানের ডেট্রয়েটের বেঙ্গলসের জয়, মোস্তফা, ইন্নাস, ইমরুল; একই সিটির মাস্কেটিয়ার্স ক্লাবের ফয়সাল, ফরিদ, আলমগীর, হিরোসের নাজমুল, সাইফুল, সালাউদ্দিন, আরিয়ান, ওয়ারিয়র্স ক্লাবের পুলক, জাফরী, আশরাফ, জাকির; কানাডার টরন্টো থেকে লুপারসের আসিফ, ইশাম, মারুফ; একই শহরের পেডলার্সের কামরুল, তমাল, খান; টেনারজি’র ওমায়ের, আশরাফ, রিজভী; শ্মেসার্সের ইরাজ, তানভীর, নুরুল; ফ্লিকারসের মুসা, মেজবা, জাবের টুর্নামেন্টে অংশ নেবেন।