লাখাইয়ে ২০ কেজি গাঁজাসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০২২, ৭:২০ অপরাহ্ণ
সূয্য রায়,লাখাই প্রতিনিধি:
লাখাইয়ে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজাসহ জনকে আটক করা হয়।
রবিবার ( ২২মে) স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল বাশার চৌধুরী ও এসআই শাহজাহান মিয়ার নেতৃত্বাধীন পুলিশ ফোর্স আলমগীর সহ স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন খেয়াঘাট থেকে তাদের গোপন সংবাদের ভিত্তিতে আটক করে ।
গ্রেপ্তারকৃতরা হল-ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার সায়েদাবাদ গ্রামের মোঃ জাহের মিয়ার ছেলে মোঃ নয়ন (১৮) ও মেয়ে লিমা আক্তার লিমু(২৬)। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা।
স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল বাশার চৌধুরী জানান, আসামীদের গ্রেপ্তারের সময় রবিন নামে একজন পালিয়ে গেছে। আটককৃত ও পালিয়ে যাওয়া ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।