বালাগঞ্জে বাংলাবাজার টু মৈশাষী মাটিভরাট সড়ক পরিদর্শনে
প্রকাশিত হয়েছে : ২২ মে ২০২২, ১১:৩৭ অপরাহ্ণ
বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর হাওরবেষ্টিত অঞ্চল হওয়ায় প্রতিবার বন্যার পানিতে প্লাবিত হয় এই এলাকার মানুষ। বন্যায় তাঁদের চলাচলের ব্যাপক অসুবিধা সৃষ্টি হয়। তাঁদের কষ্ট লাগব করতে সিলেট-০৩ আসনের সাংসদ হাবিবুর রহমান হাবিব এর প্রচেষ্টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুল হক পশ্চিম গৌরীপুরে সরেজমিনে আসেন। এসময় বেশ কয়েকটি সড়ক প্রস্তাবনায় আনলে বাংলাবাজার টু মৈশাষী সড়কের মাটিভরাট কাজের বরাদ্দ প্রদান করেন। প্রাকৃতিক দুর্যোগ বৃষ্টি ও বন্যা আসায় সড়কটির বাকি কাজ বন্ধ রয়েছে। আগামীতে বাংলাবাজার টু মৈশাষী সড়কের কাজ শেষ হলে তাঁদের দুর্ভোগ দূর হবে বলে জানান বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মোস্তাকুর রহমান মফুর।
গতকাল রবিবার বিকেলে বাংলাবাজার টু মৈশাষী সড়কটি পরিদর্শন করে উপরোক্ত কথা বলেন মোস্তাকুর রহমান মফুর। পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতিভূষন দাস, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাসির উদ্দিন, ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুনায়েদ আহমদ মঞ্জু, সাংবাদিক জাগির হোসেন জাকির সহ প্রমুখ।