সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশিত হয়েছে : ৭:৫৯:৪৪,অপরাহ্ন ২১ মে ২০২২
সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম- মেহেদি হাসান (২৪)। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে দরবস্ত বাজারের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মেহেদি নিহত হন। তিনি হরিপুর এলাকার উতলারপার গ্রামের বাসিন্দা।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ। তিনি বলেন, আহত দুজনও মোটরসাইকেল আরোহী ছিলেন। তাদের অবস্থা গুরুতর। পুলিশ তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।