জালালিয়া পরিষদের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৮:৪৩:২৭,অপরাহ্ন ১৪ মে ২০২২
বিশেষ প্রতিনিধি:
ওসমানীনগর-বালাগঞ্জ উপজেলার একমাত্র অরাজনৈতিক সামাজিক সংগঠন, জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের ট্রাষ্টি ও একনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী যুক্তরাজ্য প্রবাসী নোমান আহমদের সংবর্ধনা অনুষ্ঠান, গতকাল শুক্রবার (১৩ মে) উপজেলার স্থানীয় গোয়ালাবাজার, রাজভোজন রেস্টুরেন্টে পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহানের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল মতিন গজনবীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
ক্বারী মোঃ মিজানুর রহমানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাওলান ছাদিকুর রহমান শিবলী,মাওলানা আব্দুর রব,কাজী মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মাওলানা আক্তার আলী, কাজী মাওলানা আব্দুল বাছিত, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মাওলানা সুলতান আহমদ, হাফিজ তৌরিছ আলী,হাফিজ মুহাম্মদ আজাদ আলী, সাংবাদিক আলাউর রাহমান আলা, জুনাইদ আহমেদ তালুকদার সহ আরো অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি হাজী আজির উদ্দিন,হাফিজ রায়হান আহমদ,হাজী মোঃ ধন মিয়া, বিশিষ্ট সমাজ সেবক হাজী আব্দুল মান্নান, মাওলানা মোজতবা আহমদ মিছলু,মাওলানা আবুল কালাম,মাহবুব খান, হাফিজ আব্দুল আমিন,হাফিজ জুনাইদ আহমেদ, ফয়ছল ইসলাম, জাকির হুসাইন,আব্দুল হামিদ খান প্রমুখ।
পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান তাঁর সমাপনী বক্তব্যে বলেন,২০০৪ সালে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহর অনুমতি নিয়ে ওসমানীনগর বালাগঞ্জের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাসী উলামায়ে কেরাম ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিদের সমন্বয়ে গঠন করা হয় উক্ত পরিষদ। প্রতিষ্ঠা কালীন সময় থেকে পরিষদ তাফসির মাহফিল, মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে মাহফিল সহ সমাজ সেবা মুলক কাজ চালিয়ে যাচ্ছে। পরিষদের কার্যক্রম অব্যাহত রাখতে দেশ বিদেশের ট্রাষ্টি শুভাকাঙ্ক্ষী সহ সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের ট্রাষ্টি ও একনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী যুক্তরাজ্য প্রবাসী নোমান আহমদ কে পরিষদের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়।
পরিশেষে সভাপতির মোনাজাতের মাধ্যমে ঈদ পুনর্মিলনী ও নোমান আহমদের সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।