পঙ্গু স্কুলছাত্রী রুজিকে দেখতে ডব্লিউএইচও টিম বালাগঞ্জে
প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২২, ৭:২৩ অপরাহ্ণ
বালাগঞ্জ প্রতিনিধি:
করোনার টিকা নিয়ে সিলেটের বালাগঞ্জের এক শিক্ষার্থী পঙ্গু হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। করোনারোধী ফাইজার ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার একদিন পর তার এক হাত পঙ্গু হয়ে যায়। এর ১ মাস পর বাম চোখও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে ওই শিক্ষার্থীর নাম রুজি বেগম। সে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের বাসিন্দা আজিজপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। রুজি গত ১২ জানুয়ারি বালাগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রে ফাইজার টিকা নেন। দীর্ঘ এক মাস সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে থাকলেও উন্নতি হয়নি।
বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মোস্তাকুর রহমান মফুর ও বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরলস প্রচেষ্টায় গতকাল বৃহস্পতিবার (১২ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংশ্লিষ্ট এক দল ডাক্তার রুজি কে দেখতে বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউপি’র আজিজপুর তাঁর বাড়িতে যায়। তারা হলেন, সিলেট সদর হসপিটালের প্রফেসর ডাঃ বিনায়েত ভট্টাচার্য, সিভিল সার্জন অফিসের ডাঃ স্বপ্নিল, বালাগঞ্জ উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফাহিমা বেগম, এসময় সাথে ছিলেন, সিভিল সার্জন অফিসের হেল্থ সুপারেনট্যান্ট প্রবোত রঞ্জন দাস, উপজেলা ইনচার্জ মুকুল বৈদ্য, হেল্থ এসিসটেন্ট মুন্নি বেগম।
তারা জানান, স্কুলছাত্রী রুজি বেগমের সবগুলো রিপোর্ট স্বাভাবিক রয়েছে। করোনার টিকার কারণে এধরনের সমস্যা হয়নি। ভ্যাকসিন গ্রহণের পর মানসিকভাবে ভয় ও ভেঙে পড়ায় এমনটা হওয়ার সম্ভবনা রয়েছে বলে ধারণা করছেন ডব্লিউএইচও’র সংশ্লিষ্ট ডাক্তার দল। এবং ব্যায়ামকৌশল শিখিয়ে দিয়ে নিয়মিত ব্যায়াম করার পরামর্শ দেন। তবে এটি আরো পর্যালোচনা করে দেখার বিষয়।