ওসমানীনগরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক
প্রকাশিত হয়েছে : ১১:১৪:০৪,অপরাহ্ন ০৮ মে ২০২২
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে ৬৫ পিছ ইয়াবা সহ আব্দুর রহিম(৪৩) নামের এক মাদক ব্যবাসয়ীকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার তাজপুর ইউপির দিগর গয়াসপুর ভারেড়া সড়ক থেকে ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ১ হাজার টাকাসহ তাকে আটক করে ওসমানীনগর থানা পুলিশ। আটকৃত আব্দুর রহিম উপজেলার তাজপুর ইউপির উদরকোনা পালপাড়া গ্রামের মৃত হারিছ আলীর ছেলে। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল ১৯,৫০০ টাকা বলে পুলিশ জানিয়েছে। আব্দুর রহিম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী সে ওসমানীনগর থানায় দায়েরকৃত একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি।
ওসমানীনগর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাজপুর ইউপির দিগর গয়াসপুর ভাড়েরা সড়ক হতে আব্দুর রহিমকে আটক করে। এ সময় আব্দরু রহিরে দেহ তল্লাশী করে ৬৫ পিছ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির এক হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে আব্দুর রহিমকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রয়ণ আইনে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়।
ওসমানীনগর থানার ওসি এসএম মাইন উদ্দিন ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটকের সতস্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।