বড়লেখায় ভয়াবহ অগ্নিকান্ডে নয়টি দোকান পুড়ে ছাই : কোটি টাকার ক্ষয়ক্ষতি
প্রকাশিত হয়েছে : ১০:৪৬:১৩,অপরাহ্ন ০৮ মে ২০২২
স্বপন দেব, নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুর ইউপির শাহবাজপুর বাজারে আমির মার্কেটে অগ্নিকান্ডে ৯টি টিনশেডের দোকান পুড়ে গেছে। শনিবার (০৭ মে) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ অগ্নিকান্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করে।
তবে এর আগে আগুনে দোকানের বিভিন্ন মালামাল, নগদ টাকা, প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ আমির মার্কেটে আগুন দেখতে পান বাজার পাহাদার। তিনি বিষয়টি মার্কেটের ব্যবসায়ীদের জানান। এসময় মসজিদের মাইকে মার্কেটে আগুন লাগার বিষয়টি জানানো হয়। খবর পেয়ে স্থানীয়রা জড়ো হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পাশাপাশি তারা ফায়ার সার্ভিসেও খবর দেন। কিন্তু মুহূর্তের মধ্যে আগুন মার্কেটের নয়টি দোকানে ছড়িয়ে পড়ে।
বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামীম মোল্লা বলেন, রাতে অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ৯টি দোকান পুড়ে গেছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে দুপুরে বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খাদ্যসামগ্রী দিয়েছেন। পাশাপাশি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের সহায়তার আশ্বাস দিয়েছেন।