আফগান নারীদের পুরো শরীর ঢেকে বোরকা পরার নির্দেশ
প্রকাশিত হয়েছে : ১১:৩৩:২৪,অপরাহ্ন ০৭ মে ২০২২
আন্তর্জাতিক ডেস্ক:
আফগান নারীদের পুরো শরীর ঢেকে বোরকা পরার নির্দেশ দিয়েছেন তালেবানের প্রধান হাইবাতুল্লাহ আখুনজাদার।
শনিবার (৭ মে) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এই নিয়ে তালেবান কর্তৃপক্ষ হিবাতুল্লাহ আখুন্দজাদার একটি আদেশ কাবুল থেকে প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, নারীদের চাদোরি (মাথা থেকে পা পর্যন্ত বোরকা) পরা উচিত। কারণ এটি ঐতিহ্যবাহী ও সম্মানজনক।
এতে আরও বলা হয়, কোনো নারী বাড়ির বাইরে মুখ না ঢাকলে তার বাবা বা নিকটতম পুরুষ আত্মীয়ের সঙ্গে দেখা করা হবে এবং শেষপর্যন্ত তাকে (আত্মীয়) বন্দি বা সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হবে।
তালেবানের মতে, নারীদের মুখ ঢাকার আদর্শ পোশাক হচ্ছে বোরকা। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তাদের আগের কট্টরপন্থি শাসনের বৈশ্বিক প্রতীক হয়ে উঠেছিল এটি।
আফগানিস্তানে বেশিরভাগ নারীই মাথায় হিজাব পরেন। তবে কাবুলের মতো শহরাঞ্চলগুলোতে অনেক নারীকে মুখ খোলা রাখতে দেখা যায়।
গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। ওই সময় গোষ্ঠীটি জানিয়েছিল, তারা প্রথমবারের মতো এবার কট্টোর পন্থা অবলম্বন করবে না। অবশ্য গত মার্চে বালিকাদের উচ্চ বিদ্যালয় বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। তাদের ভাষ্য, ছাত্রীদের পোশাক বিধি নির্ধারণ না করা পর্যন্ত স্কুলগুলো বন্ধ থাকবে।