মৌলভীবাজারে স্বামীকে রুমে রেখে পরকীয়ায় লিপ্ত স্ত্রী, হাতেনাতে আটক প্রেমিক যুগল
প্রকাশিত হয়েছে : ১:৫৬:১২,অপরাহ্ন ০৬ মে ২০২২
সুরমা নিউজ ডেস্ক:
কমলগঞ্জের শমশেরনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে গভীর রাতে স্বামীকে রুমে রেখেই স্ত্রী পরকীয়ায় লিপ্ত হন। এ সময় প্রেমিকসহ স্থানীয় জনতা প্রেমিক যুগলকে হাতেনাতে আটক করেন।
বুধবার দিবাগত রাতে ওই ইউনিয়নের একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে আটক প্রেমিক যুগলকে পুলিশে সোপর্দ করেছেন জনতা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ২ সন্তানের জননী (২৮) ভাড়া বাড়িতে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছিলেন। এর মধ্যে একই ইউনিয়নের ধুপাঠিলা গ্রামের রাজা মিয়ার ছেলে লিমন মিয়ার (৩০) সঙ্গে ওই গৃহবধূ পরকীয়ায় জড়িয়ে পড়েন। তাদের এ সম্পর্ক দীর্ঘ দিন ধরে চলে আসছিল।
স্বামী তার স্ত্রী ও পরকীয়া প্রেমিকের ভয়ে তটস্থ ছিলেন। তাই নিজে জোরালোভাবে কোনো প্রতিবাদ বা প্রতিরোধ করতে পারেননি। বিষয়টি নিজে থেকে এলাকায় লোকজনদের জানিয়েছেন। এলাকার লোকজনের মধ্যে বিষয়টি জানাজানি হলে বাড়িটির প্রতি বিশেষ নজরদারি করে আসছিলেন স্থানীয়রা।
বৃহস্পতিবার গভীর রাতে ওই গৃহবধূ ও তার প্রেমিক (লিমন) মিলে স্বামীকে ঘরের ভিতরে জিম্মি করে পরকীয়ায় লিপ্ত হয়। স্বামী গ্রামের কয়েকজনকে বিষয়টি অবগত করলে রাতেই এলাকাবাসী বাড়িটি ঘেরাও করে অসামাজিক কার্যকলাপরত অবস্থায় প্রেমিক যুগলকে হাতেনাতে আটক করেন। পরে স্থানীয় ইউপি সদস্য আবুবক্করের সহযোগিতায় পুলিশে খবর দেওয়া হয়।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির এএসআই বাবুল হোসেন জানান, রাতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অবস্থায় প্রেমিক যুগল আটক করে পুলিশে কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। উভয়কে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে মৌলভীবাজার জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।