ঈদে ইত্যাদি সহ গ্রীন বাংলায় চারটি নাটকের চমক থাকছে বেলাল আহমেদ মুরাদের
প্রকাশিত হয়েছে : ০২ মে ২০২২, ৯:৩১ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
এবারের ঈদে ইত্যাদি সহ গ্রীন বাংলায় চারটি নাটকের চমক থাকছে সিলেটের বেলাল আহমেদ মুরাদের।
ঈদের পরদিন রাত ৮ টার বাংলা সংবাদের পর হানিফ সংকেতের রচনা পরিচালনা এবং উপস্থাপনায় জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদিতে থাকছে বেলাল আহমেদ মুরাদ। এদিকে বেলাল আহমদ মুরাদের গ্রীন বাংলা ইউটিউব চ্যানেলে থাকছে ঈদের চারটি নাটক সোমবার আজ চাঁদ রাতে দেখবেন ঈদের নাটক অনলাইন, বুধবার দেখবেন বাবার ঈদ শুক্রবার আউলিং ইভেন্ট কোং সোমবার টিকটক জিকু।
ঈদে বর্ণাঢ্য আয়োজনে গ্রীন বাংলার সাথে থাকার আমন্ত্রণ জানিয়েছেন বেলাল আহমেদ মুরাদ। অভিনয়ে থাকছেন বিপ্লব এষ, মিনহাজ ফয়সাল, ফাহিম মাহমুদ,আব্দুল মুকিত অপি, লিমন এষ,প্রশান্ত লিটন, ইসমাইল মাহমুদ সুজন, আবিদুল ইসলাম রিমন,আলি আহমেদ মাজেদ, এনামুল হক মিফতা,আল আমিন রানা, মোস্তাক চৌধুরী, মিজান।