ওসমানীনগর উপজেলা নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী নাজলু চৌধুরী’র ঈদ শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ২:৫৯:৩৩,অপরাহ্ন ০২ মে ২০২২
সুরমা নিউজঃ
ওসমানীনগরসহ সিলেটবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়্যারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী আফজালুর রহমান চৌধুরী নাজলু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজানে মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর আনন্দের বার্তা নিয়ে সমাগত হয় ঈদ। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।
একটি সুখী, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক ও সন্ত্রাস-জঙ্গীবাদ মুক্ত জাতি গঠনে সর্বক্ষেত্রে পবিত্র ঈদুল ফিতরের শিক্ষার প্রতিফলন ঘটাতে সকলের প্রতি আহবান জানান ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়্যারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী আফজালুর রহমান চৌধুরী নাজলু।