ওসমানীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জমিরের ঈদ শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ২:৫৪:২৫,অপরাহ্ন ০২ মে ২০২২
সুরমা নিউজঃ
ওসমানীনগরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ওসমানীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল জমির।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, রমজানের দীর্ঘ একমাস কঠোর সিয়াম সাধনার পর মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে নেক বান্দাদের জন্য ঈদুল ফিতর হলো পুরস্কার স্বরূপ। ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ঈদের এ খুশী ধনী, দরিদ্র নির্বিশেষে সকলে ভাগাভাগি করে নেয়ার মধ্যেই ঈদের আনন্দ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ ধনী-গরিব ভেদাভেদ ভুলে মানুষকে এক কাতারে শামিল করে। পাশাপাশি হিংসা-বিদ্বেষ, অহংকারসহ সব অন্যায় আর পাপাচার মুছে দিয়ে নতুন করে সুখী জীবনযাপন শুরু করার তাগিদ এনে দেয়।
দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। তাই ঈদ-উল-ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।
তিনি আরো বলেন, দেশের গনতন্ত্রকে শক্তিশালী করতে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনার জন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছি। পাশাপাশি বেগম খালেদা জিয়ার উপর সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করার জন্য সরকারের নিকট অনুরোধ জানাচ্ছি। এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক জেলা সভাপতি ও সাবেক সাংসদ ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীর সন্ধান কামনা করছি এবং ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
শুভেচ্ছান্তেঃ
মোঃ আব্দুল জমির
সাংগঠনিক সম্পাদক, ওসমানীনগর উপজেলা বিএনপি।