সাবেক অর্থমন্ত্রী এএমএ মুহিতের মৃত্যুতে মোস্তাকুর রহমান মফুর এর শোক
প্রকাশিত হয়েছে : ১২:৫৬:১৭,অপরাহ্ন ০১ মে ২০২২
সুরমা নিউজঃ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আবুল মাল আব্দুল মুহিতের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. মোস্তাকুর রহমান মফুর।
শনিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় মফুর বলেন, সদ্যপ্রয়াত আবুল মাল আব্দুল মুহিত ছিলেন আপাদমস্তক সৎ, সজ্জন আর নিখাদ ভদ্রলোক। তাঁর মৃত্যুতে আমরা হারালাম বৃহত্তর সিলেটের অভিভাবক। সর্বজন শ্রদ্ধেয় একজন পন্ডিত ব্যক্তি দেশ ও জাতির উন্নয়নে নিজের সব চিন্তাকে বিসর্জন করা যায় তিনি তা দেখিয়ে গেলেন। একটি রাজনৈতিক দলের নেতা হয়েও সকল রাজনীতিবিদের শ্রদ্ধা তিনি পেয়েছেন। অনেক ভালোবাসা পেয়ে প্রায় নীরবেই সবাইকে কাঁদিয়ে আবুল মাল আবদুল মুহিত চলে গেলেন। ইতিহাস তাঁকে ধারণ করে রাখবে যুগের পর যুগ। সর্বোপরি তিনি ছিলেন সিলেটরত্ন, দ্বিতীয় আবুল মাল আবদুল মুহিত সৃষ্টি হবে বলে মনে হয়না। তাঁর শূন্যতা পূরণ হবার নয়।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মোস্তাকুর রহমান বলেন, নিশ্চই পরম করুণাময় আল্লাহ ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, মরহুমকে ক্ষমা করে দিন। আমীন।