ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরীর ঈদ শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ২:৪৯:২৪,অপরাহ্ন ৩০ এপ্রিল ২০২২
সুরমা নিউজ:
ওসমানীনগরসহ দেশ-বিদেশের সকল জনসাধারনকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ময়নুল হক চৌধুরী।
এক প্রেসবার্তায় তিনি বলেন, একটি মাস মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষে আমরা সিয়াম সাধনা করছি। এজন্য মহান আল্লাহর তায়ালার শুকরিয়া আদায় করছি। ওসমানীনগরসহ দেশ-বিদেশে অবস্থানকারী সকলকে জানাই ঈদ-উল-ফিতরের অগ্রীম শুভেচ্ছা ও ঈদ মোবারক। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ-উল-ফিতর ধনী-গরিব ভেদাভেদ ভুলে মানুষকে এক কাতারে শামিল করে। পাশাপাশি হিংসা-বিদ্বেষ, অহংকারসহ সব অন্যায় আর পাপাচার মুছে দিয়ে নতুন করে সুখী জীবনযাপন শুরু করার তাগিদ এনে দেয়। ঈদ আমাদের জীবনে বয়ে আনুক শান্তি ও সমৃদ্ধি। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর।
তিনি আরো বলেন, জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমি গনতন্ত্রে বিশ্বাস করি। দেশের গনতন্ত্রকে শক্তিশালী করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গনতন্ত্র প্রতিষ্টা করেছিলেন। সেই ধারাকে অব্যাহত রাখতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিরলস সংগ্রাম করেছে। বাংলাদেশের গনতন্ত্রকে শক্তিশালী করতে বেগম জিয়ার উপস্থিতি অতীব প্রয়োজন বলে আমি মনে করি। তাই গনতন্ত্রের স্বার্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি। এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক জেলা সভাপতি ও সাবেক সাংসদ ‘নিখোঁজ’ এম ইলিয়াস আলীর সন্ধান কামনা করছি। আমাদের আশা, ইলিয়াস আলী একদিন ফিরবেন। পাশাপাশি নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদির লুনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।